খালেদা জিয়াকে সিসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে
- আপডেট সময় : ১০:৩৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪
- / ১৬২১ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। বলেন, খালেদা জিয়াকে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের পরামর্শে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। মেডিকেল বোর্ডের সদস্যরা সার্বক্ষণিক তার চিকিৎসার খোঁজ খবর রাখছেন।
হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে শনিবার দিবাগত রাত ৩টার দিকে গুলশানের বাসা থেকে হাসপাতালে নেওয়া হয়। সেই খবরে রাত ৪টার দিকে শতাধিক নেতাকর্মী বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের বাইরে ভিড় করেন। ডা. জাহিদ বলেন, রাতে হাসপাতালে নেওয়ার পর কিছু পরীক্ষা করা হয়। মেডিকেল বোর্ড ফলাফল দেখে ব্যবস্থাপত্র দেয়। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থরাইটিস, হৃদ্রোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। এর আগে গত বুধবার খালেদা জিয়া অসুস্থ বোধ করলে তার মেডিকেল বোর্ডের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক বাসায় গিয়ে কয়েক ঘণ্টা পরীক্ষা-নিরীক্ষা করেন।