খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন এখনও আইন মন্ত্রণালয়ে পৌঁছেনি
- আপডেট সময় : ০৭:২৮:২৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেয়া চিঠি এখনও আইন মন্ত্রণালয়ে পৌঁছেনি। আবেদনটি পাওয়ার পর সেটা দেখে পরবর্তী সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে সচিবালয়ে আইনমন্ত্রী এ বিষয়ে সাংবাদিকদের কাছে সরকারের অবস্থান তুলে ধরেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতি মামলায় সাজার পর ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দী হন। চলতি বছরের ২৫ মার্চ তিনি সরকারের নির্বাহী আদেশে ছয় মাসের জন্য মুক্তি পান। যা শেষ হবে আগামী ২৪ সেপ্টেম্বর।
করোনা পরিস্থিতির কারণে চিকিৎসা করা সম্ভব হয়নি দাবি করে গত ২৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দ্বিতীয় দফায় সাজা স্থগিতের আবেদন করেন খালেদা জিয়ার ছোটভাই শামিম ইস্কান্দার। শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী তা আইন মন্ত্রণালয়ে পাঠানোর কথা জানালেও আইনমন্ত্রী জানান তা এখনো হাতে আসেনি।
বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন, আবারও তাকে মানবিক দৃষ্টিকোণ থেকে মুক্তির সময় বাড়ানো হবে কি না– জানতে চাইলে মন্ত্রী বলেন, সেটা তাদের দরখাস্তের ভাষার উপর নির্ভর করছে।
চিঠি না পেলে সাজা স্থগিত বা সময় বৃদ্ধি কোন বিষয়েই মন্তব্য করা ঠিক হবে না বলে জানান আনিসুল হক।