খালেদা জিয়ার শরীরে স্লো-পয়জনিং করা হয়েছে কিনা, তা বিদেশে গিয়ে পরীক্ষা করাতে হবে : আমীর খসরু
- আপডেট সময় : ০৭:১৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭২১ বার পড়া হয়েছে
গণতান্ত্রিক আন্দোলন বাধাগ্রস্তকারীদের শুধু বিদেশীরাই নয়, বাংলাদেশের জনগণও নিষেধাজ্ঞা দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি অভিযোগ করেন, খালেদা জিয়ার শরীরে স্লো-পয়জনিং করা হয়েছে কিনা, তা বিদেশে গিয়ে পরীক্ষা করাতে হবে। স্থায়ী কমিটির আরেক সদস্য বেগম সেলিমা রহমান অভিযোগ করেন, সরকার গুম-খুন করে ক্ষমতায় টিকে থাকতে চায়। সাভারের আমিনবাজারে ঢাকা জেলা বিএনপির সমাবেশে তারা এসব কথা বলেন।
খালেদা জিয়াসহ সকল কারাবন্দি নেতাকর্মীর মুক্তিসহ সরকার পতনের এক দফা দাবিতে সাভারের আমিনবাজারে সমাবেশ করে ঢাকা জেলা বিএনপি। প্রখর রোদ উপেক্ষা করে নির্ধারিত সময়ের আগেই মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসে ঢাকা জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
নির্ধারিত সময়ের শুরু হয় সমাবেশ। বিএনপির কেন্দ্রীয় ও জেলা নেতারা সরকারের কর্মকান্ডের সমালোচনা করে, সরকার পতন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার কথা জানান। বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচন হতে না দেয়ার হুঁশিয়ারি দেন সমাবেশের প্রধান বক্তা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির এই সমাবেশ প্রমান করে, সরকারকে বিদায় হতেই হবে। জাতিসংঘের আধিবেশন শেষে প্রধানমন্ত্রীর দেশে না ফেরার সমালোচনা করেন তিনি। বিএনপি ক্ষমতায় এলে দেশের অবস্থা খারাপ হবে আওয়ামী লীগ নেতাদের এমন মন্তব্য তাদের দূর্বলতার বর্হিপ্রকাশ বলেও মন্তব্য করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।