খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০২:৫৫ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মানববন্ধনে তিনি এ তথ্য জানান। এসময় মির্জা ফখরুল আরও বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার পরিপাকতন্ত্রে পুনরায় রক্তক্ষরণ শুরু হয়েছে। এর জন্য সরকারকে দায়ী করে মির্জা ফখরুল বলেন, দলের চেয়ারপার্সনের লিভার সিরোসিস কারাগারে থাকতেই শুরু হয়েছে। সরকারের অবহেলায় তার শারীরিক অবস্থা দিন দিন খারাপের দিকে গেছে বলে অভিযোগ করেন তিনি।অবস্থা ভিষণ সংকটাপন্ন । গত ২৬ দিন যাবত খালেদা জিয়া আইসিইউতে আছেন উল্লেখ করে অনতিবিলম্বে তার বিদেশে চিকিৎসার দাবি জানান তিনি। এসময় শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যানসহ বাকী নেতারা উপস্থিত ছিলেন।