খালেদা জিয়া নির্বাচনে দাঁড়াতে পারবেন কিনা পরীক্ষা করে দেখা হবে : সিইসি
- আপডেট সময় : ০৭:৫৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা তা নিয়ে বলার সময় এখনও হয়নি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সময় হলে সবকিছু বিবেচনা করে খালেদা জিয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। নির্বাচন কমিশনে সাংবাদিকদের এ সব কথা বলেন সিইসি।
সারাদেশের স্থানীয় পর্যায়ের প্রায় ১০২টি নির্বাচন পর্যবেক্ষণ করে নির্বাচন কমিশন।
৫০৫টি সিসি ক্যামেরায় ৪টি পর্যায়ের ভোট গ্রহণ তদারকি করেন প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনাররা।
দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের বলেন, ভোট গ্রহণে কোন অনিয়ম ধরা পড়েনি। নির্বাচনে সিসি ক্যামেরার ব্যবহারের ফলে ভোটকেন্দ্রে এখন সুষ্ঠু পরিবেশ ফিরে এসেছে বলে মত দেন সিইসি।
এদিকে বিএনপি নেত্রী খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে মত দেয়ার সময় আসেনি বলেন জানান প্রধান নির্বাচন কমিশনার। সাজা স্থগিত করে বিশেষ অনুমতিতে সরকার খালেদা জিয়ার বাসায় থাকার অনুমতি দেয়ার পুরোটাই আইন মেনেই চলছে বলেও জানান তিনি।
দ্বাদশ সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকরা আসতে চাইলে কমিশনের কোন আপত্তি থাকবে না বলেও জানান তিনি।