খালেদা জিয়াকে ভিত্তিহীন মামলায় বন্দি রাখায় ক্ষোভ জানিয়েছে বিএনপি নেতারা
- আপডেট সময় : ০১:৫৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে দেশের নানা সংকটে বলিষ্ঠ নেতৃত্বদানকারী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে ভিত্তিহীন মামলায় বন্দী রাখায় ক্ষোভ জানিয়েছেন বিএনপি নেতারা। তারা বলেন, আওয়ামী লীগ সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই খালেদা জিয়াকে সুকৌশলে বন্দী রেখেছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে খালেদা জিয়াকে মুক্ত করার পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারই বিএনপির মূল চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন তারা।
২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি লা-মেরিডিয়ান হোটেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভায় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার এটাই ছিলো শেষ বক্তব্য।
এর পরেই ২০১৮ সালে ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় দন্ড নিয়ে দু’বছরের বেশী সময় কারাগারে ছিলেন খালেদা জিয়া।
গেল বছর স্বাধীনতা দিবসের আগের দিন সরকারের নির্বাহী আদেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কারাসেল থেকে মুক্ত হন।
শুরুতে তিনি পায়ে হেঁটে কারাগারে ঢুকলেও দু’বছর পর বের হন হুইল চেয়ারে। সেই থেকে সরকারী শর্ত মেনে গুলশানের বাসায় রয়েছেন লোকচক্ষুর আড়ালে।
১৫ মার্চ তৃতীয় দফায় সরকারের নির্বাহী আদেশে আরো ছয় মাস তার এই মেয়াদ বাড়ানো হয়েছে।
বেগম জিয়ার নিঃশর্ত মুক্তির বিষয়টি সরকার আমলে নিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভিত্তিহীন মামলায় আপোষহীন নেত্রী খালেদা জিয়াকে বন্দি রাখায় ক্ষোভ জানান তারা।
বিএনপি মহাসচিব বলেন, ৭১ সনে বাঙ্গালী যে চেতনা নিয়ে মুক্তিযুদ্ধ করেছিল, ৫০ বছর পরেও স্বাধীন দেশে একই অধিকার আদায়ের লড়াই চলছে।
স্বাধীনতার সুবর্ণ জয়্ন্তীতে খালেদা জিয়াকে মুক্ত করার পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারই বিএনপির মূল চ্যালেঞ্জ বলে জানান বিএনপি মহাসচিব