খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশজুড়ে বিএনপির প্রতিবাদ সমাবেশ
- আপডেট সময় : ০৬:৫২:৫৮ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মহানগর ও জেলা শহরে প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। দেশজুড়ে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বেগম জিয়ার নি:শর্ত মুক্তির দাবি জানানো হয়।
কেন্দ্রের ঘোষণা মেনে খুলনার দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে মহানগর বিএনপি। এসময় নেতারা অভিযোগ করেন, বেগম জিয়াকে কারাগারে রেখে সরকার দেশ শাসনের পথ সুগম করেছে। সরকারকে হটাতে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর শাখার সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।
বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ও কারাবন্দী রাখার প্রতিবাদে বরিশালে সমাবেশ হয়েছে। সকালে মহানগর বিএনপি’র উদ্যোগে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন হয়। এসময় নেতারা বলেন, শক্তিশালী বিরোধদল থাকলে দেশ সঠিকপথে পরিচালিত হয়। দেশকে বিরোধীদল শূণ্য করতেই বেগম জিয়াকে কারাবন্দী করে রাখা হয়েছে।
দুপুরে নাটোরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই প্রতিবাদ সভায় অংশ নেন জেলা বিএনপির নেতারা। এসময় তারা বলেন, বেগম জিয়াকে অন্যায়ভাবে বন্দী করে রাখা হয়েছে। দেশ ও জনগণের স্বার্থে তাকে নিশর্ত মুক্তি দিয়ে সুচিকিৎসার ব্যবস্থার দাবী তাদের।
দেশে গণতান্ত্রিক ধারা ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করতে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান কুড়িগ্রাম জেলার দলের নেতারা। দুপুরে দাদামোড়স্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাঁধা দেয়। বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।
একই ইস্যুতে মানিকগঞ্জে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। কেন্দ্রীয় বিএনপি ঘোষণা মেনে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় প্রতিবাদ সমাবেশ হয়েছে।