খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসায় বিদেশে পাঠানোর দাবিতে খুলনায় আজ গণসমাবেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসায় বিদেশে পাঠানোর দাবিতে খুলনায় আজ গণসমাবেশ ডেকেছে দলটি।
ডুমুরিয়া উপজেলার ঘুটুদিয়া ইউনিয়ন ফুটবল মাঠে এ কর্মসূচিতে যোগ দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। স্বাধীনতা চত্বরে সমাবেশ হওয়ার কথা থাকলেও একই স্থানে ছাত্রলীগ ও যুবলীগ কর্মসূচি ঘোষণা করায় স্থান পরিবর্তন করে দিয়েছে প্রশাসন। সমাবেশে বিশেষ অতিথি থাকবেন চেয়ারপারসনের উপদেষ্টা মশিউর রহমানসহ অনেকে। মঙ্গলবার রাতে মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন এ তথ্য নিশ্চিত করেন।