খালেদা জিয়ার শারীরিক কোনো উন্নতি হচ্ছে না
- আপডেট সময় : ০৭:২৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক কোনো উন্নতি হচ্ছে না বলে দাবি করেছেন তার মেঝ বোন সেলিমা ইসলাম। জামিন পেলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার কথাও জানান তিনি। বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ৬২১ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন করাবন্দি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
বুধবার বিকালে তাঁর সাথে দেখা করতে আসেন, বোন সেলিমা ইসলাম ও ভাই সাঈদ ইস্কেনদারসহ পরিবারের ৫ সদস্য। দেড় ঘন্টা পর হাসপাতাল থেকে বের হয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বজনরা।
খালেদা জিয়া জামিন পেলে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেয়ার কথাও জানান সেলিমা ইসলাম। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ ও ৭ বছরে দণ্ডিত হয়ে ২১ মাস কারাগারে আছেন বেগম খালেদা জিয়া।