খালেদা জিয়ার সুসিকিৎসায় বিদেশ পাঠানোর জন্য সরকারের প্রতি জোর দাবি
- আপডেট সময় : ০২:১০:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুসিকিৎসায় বিদেশ পাঠানোর জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাংশ আয়োজিত মানববন্ধনে তারা এমন দাবি জানান।এসময় সাংবাদিক নেতারা বলেন, ব্যক্তিগত ও রাজনৈতিক আক্রোশ থেকে আটকিয়ে রাখা হয়েছে বেগম খালদো জিয়াকে।
সাংবাদিক নেতারা বলেন, হাসপাতালে বেগম জিয়া জিয়ার কিছু হলে এর দায় দায়িত্ব সরকারকেই দিতে হবে। দ্রুত নি:র্শত মুক্তি না দিলে কঠোর আন্দোলন নিয়ে রাজপথে নামবে সাংবাদিক সমাজ। সিনিয়র সাংবাদিক ও বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ বলেন, একজনের প্রতিহিংসার কারণে খালেদা জিয়া আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। খালেদা জিয়া না বাঁচলে শেখ হাসিনাও বাঁচবে না। খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা না দিতে দিলে আওয়ামী লীগের কোন নেতাকেও ভবিষ্যতে জনগণ বিদেশে চিকিৎসা দিতে দিবে না।’ ক্ষোভ প্রকাশ করে সাংবাদিক নেতারা বলেন, খালেদা জিয়ার কিছু হলে দেশের রাজনীতি নষ্ট হয়ে যাবে। একদলীয় শাসন ও রাজনীতিতে প্রতিদ্বন্ধি শূন্য করতেই সরকার খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এসময় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা বলেন, খালেদা জিয়ার কিছু হলে প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আইনমন্ত্রীর বিরুদ্ধে মামলা করা হবে।