খালেদ মাহমুদ সুজন হতাশ
- আপডেট সময় : ০৮:৪৬:২০ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২
- / ১৭৫৭ বার পড়া হয়েছে
টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে না পারায় হতাশ টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, চাপ সামলানোর অভিজ্ঞতা না থাকায় ভারত-পাকিস্তানের বিপক্ষে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি ক্রিকেটাররা। তবে, তারুণ্যনির্ভর নতুন এই দলটার মাঝে ভবিষ্যতে ভালো করার সম্ভাবনা দেখছেন সুজন। এবারের বিশ্বকাপে ব্যাট হাতে ভালো পারফর্ম করে সব সমালোচনার জবাব দিয়েছেন বলেও বিশ্বাস তার।
অ্যাডিলেডে টিম হোটেলের সিঁড়িতে লিটন দাস, নাসুমদের অভিব্যক্তি বলে দেয় একরাশ হতাশা নিয়েই বিশ্বকাপ মিশন শেষ করেছে তারা। আগুন ঝড়ানো ব্যাটিংয়ে মুগ্ধ করেছিলেন লিটন। কিন্তু, সব কিছু ভেসে গেছে সতীর্থদের ব্যর্থতায়।
পাকিস্তান ম্যাচে জয় পেলে সোমবার সকালে সিডনির বিমান ধরতো বাংলাদেশ দল। কিন্তু, সেমিতে যাওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করে অ্যাডিলেড থেকে ঢাকার বিমানে চেপেছে টাইগাররা।
শতভাগ না হলেও বিশ্বকাপে টাইগারদের পারফরম্যান্সে খুশি টিম ম্যানেজমেন্ট। শেষ দুই ম্যাচে প্রত্যাশা পূরণ হয়নি। তবে, আসর জুড়ে সাকিবের দল টি-টুয়েন্টিতে উন্নতির ছাপ দেখিয়েছে। সেমিতে না যাওয়ার হতাশা সঙ্গী হলেও, এই দলের মাঝেই ভবিষ্যতের স্বপ্ন দেখছেন খালেদ মাহমুদ সুজন।
বিশ্বকাপে চরম ব্যর্থ বাংলাদেশ দলের মিডল অর্ডার। আগে আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল ওপেনিং জুটি। থিতু হতে না পারা সেই ওপেনিংই বড় মঞ্চে অপেক্ষাকৃত সফল। ১৮০ রান নিয়ে মূল পর্বে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় নয় নম্বরে আছেন নাজমুল শান্ত।
তিন ক্রিকেটার দেশে ফিরছেন না। সাকিব আল হাসান গেছেন যুক্তরাষ্ট্রে। নুরুল হাসান সোহান ও মেহেদী মিরাজ পরিবার নিয়ে কিছুদিন ছুটি কাটাবেন অস্ট্রেলিয়ায়।