খিরসাপাতীর পর চতুর্থ ভৌগোলিক জিআই পণ্যের নিবন্ধন পাচ্ছে ফজলি আম
- আপডেট সময় : ০৬:০৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাতী আমের পরে দেশের চতুর্থ ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে এবার নিবন্ধিত হতে যাচ্ছে সুমিষ্ট আম ফজলি। আমটি নিবন্ধন প্রক্রিয়া এখন গেজেটের অপেক্ষায়। আমটি নিবন্ধিত হলে, “ফজলি আম” নামে পরিচিতির পাশাপাশি বিশ্ববাজারে রপ্তানীতে আমচাষী ও ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।
চাঁপাইনবাবগঞ্জে প্রায় আড়ই’শ জাতের আমের মধ্যে অন্যতম, সুস্বাদু ও জনপ্রিয় জাত হচ্ছে ফজলি আম। দেশে ও বিদেশে চাঁপাইনবাবগঞ্জের ফজলি আমের খ্যাতি আছে। উৎপাদিত আমের মধ্যে ৩৮ ভাগ দখল করে আছে ফজলি জাতের আম। নানান দিক দিয়ে আমচাষী, বাগানমালিক, আমব্যবসায়ীরা ‘ফজলি আম’ কে জিআই পণ্য হিসেবে স্বীকৃতির দাবী করেন।
ফজলি আম রাজশাহী আম হিসেবে নিবন্ধিত হতে যাচ্ছে। তবে আগামীতে চাঁপাইনবাবগঞ্জের আরো দুইটি ভাল জাতের ল্যাংড়া ও আশ্বিনা আমকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতির জন্য কাজ করার আশ্বাস দেন জেলা প্রশাসক।
দেশে ও বিদেশে পরিচিতির পাশাপাশি আমচাষী ও ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।
২০১৭ সালে তৃতীয় ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে নিবন্ধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত ‘খিরসাপাতী’ আম।