খুড়িয়ে খুড়িয়ে চলছে খুলনার লবণ কারখানা
- আপডেট সময় : ১১:৩৭:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
- / ১৭৩৪ বার পড়া হয়েছে
দেশে ঘাটতি থাকলেও কাঁচামালের অভাবে খুড়িয়ে খুড়িয়ে চলছে খুলনা অঞ্চলের লবণ কারখানা। ৬২ বছরের মধ্যে চলতি বছরে সর্বোচ্চ উৎপাদন হলেও খুলনায় লবন ফাক্টরীগুলোতে তার কোন প্রভাব পড়েনি।২০১৬ সালে থেকে কাঁচামাল সংকটে খুলনায় ৩৬ টির মধ্য ৩০টি ফাক্টরী বন্ধ হয়ে যায়। আমদানি নিষিদ্ধ ভারতীয় নিম্নমানের লবণ চোরাই পথে প্রবেশের কারণে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে খুলনার লবন মিলগুলোও ।
ভারতে লবনের দাম কম থাকায় চোরাই পথে লবন আসে খুলনা অঞ্চলে। মুলত লবনাক্ত এলাকা কক্সবাজার লবন উৎপাদনের সবচেয়ে বড় ঘাটি। সেখান থেকে কাঁচামাল(লবনমাটি)খুলনায় এনে রিফাইন করা হয় ।এতে পরিবহন ও উৎপাদন খরচ বর্তমান বেড়ে যাওয়ায় ক্ষতির মুখে খুলনার লবন ফাক্টরীর মালিকরা।
দেশে লবনের চাহিদা ২২ লক্ষ মেট্রিক টন । গেল বছরে ১৮ দশমিক ৩০ লক্ষ মেট্রিক টন লবন উৎপাদন হয়েছে। বিসিকের মাঠ পর্যায়ের হিসেবে এখনো ৩ লক্ষ মেট্রিক টন লবন ঘাটতি । কাচামাল সংকটে খুলনা অঞ্চলে ১০ টিরও কম লবন ফাক্টরী চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে।
বস্তাপ্রতি দামের হের-ফের হওয়া এবং ভারত ও চায়না থেকে চোরাই পথে লবন আসায় বাজার হারাচ্ছে দেশিয় লবন।
চোরাই পথে লবণ আসা দ্রুত বন্ধ করার জন্য বিভিন্ন্ দপ্তরে চিঠি চালাচালি করেও কোন কাজ হয়নি- বলছেন, খুলনা লবণ মিল মালিক সমিতির এই নেতা।
লবনের কালোবাজারি ঠেকাতে সীমান্তে কড়া ব্যবস্থা নেয়ার কথা জানালেন বিসিকের আঞ্চলিক পরিচালক।