খুন-চুরি-ছিনতাই-ডাকাতি এখন কুষ্টিয়া জেলার নিত্যদিনের ঘটনা
- আপডেট সময় : ০১:৪২:৪৫ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
খু-ন, চুরি, ছিনতাই আর ডাকাতির ঘটনা এখন কুষ্টিয়া জেলার নিত্যদিনের ঘটনা। আসন্ন কোরবানীর ঈদকে সামনে রেখে এখন নতুন করে শুরু হয়েছে কোরবানীর গরু চুরির হিড়িক। অস্ত্রের মুখে কৃষকের সামনেই গোয়াল থেকে গরু ডাকাতি করা হচ্ছে। এ বিষয়ে পুলিশকে জানিয়েও লাভ হচ্ছে না। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সুধী মহলে নানা সমালোচনা।
কুষ্টিয়া কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ৩ গ্রামের মানুষ রাত হলেই লাঠি, মশাল ও মুখে বাঁশি নিয়ে এভাবেই রাস্তায় নেমে পড়েন । ডাকাতের হাত থেকে বছর জুড়ে কষ্টে লালিত কোরবানীর গরু রক্ষায়। অস্ত্রের মুখে গরু চুরির ঘটনা ঘটেছে এলাকায় বেশ কয়েকটি। তাই প্রতি রাতেই পালা করে পাহারার ব্যবস্থা করেছেন এলাকাবাসী। এমন অভিযোগ ভুক্তভোগীদের।
গত ২ মাসে একই গ্রামে ৫টি গরু চুরিসহ পুরো জেলায় কোরবানীর জন্য প্রস্তুতকৃত জেলায় ২৬টি গরু চুরির ঘটনা ঘটেছে। আতঙ্কে দিন কাটাচ্ছে ৩ গ্রামের গরু পালনকারীরা। অনেকের এনজিও থেকে ঋণ নিয়ে গরু পালন করেছেন চুরি হওয়ায় এখন ঋণের টাকা পরিশোধ করতে না পারায় কাঁন্নায় ভেঙ্গে পড়ছেন।
শুধু গরু নয়। ঈদের আগে অটো রিক্সা, ছাগল গরু চুরিবৃদ্ধি পায়। কোন উপায় না পেয়ে স্ব স্ব ওয়ার্ডের মেম্বারদের নিয়ে পাহারার ব্যবস্থা করা হয়েছে জানালেন এই ইউপি চেয়ারম্যান।
সম্প্রতি কুষ্টিয়ার আইনশৃংলা পরিস্থিতির অবনতি হয়েছে। আইনশৃংলাবাহিনীকে আরও তৎপর হওয়ার পরামর্শ স্থানীয়দের।
তবে এসব বিষয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হননি পুলিশ সুপার মোঃ খাইরুল আলম।