খুলনায় দশ বছরেও বাস্তবায়ন করতে পারেনি কেসিসি দেয়াল লিখন ও পোস্টার লাগানো আইন
- আপডেট সময় : ০২:১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
- / ১৬০৮ বার পড়া হয়েছে
খুলনার মহানগরীতে দশ বছরেও বাস্তবায়ন করতে পারেনি কেসিসি দেয়াল লিখন ও পোস্টার লাগানো আইন ফলে সৌন্দর্যহানির সঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছে সম্পদ।নগর পরিকল্পনাবিদরা বলছেন, আইন না মানার কারনে নগরের নান্দনিকতা নষ্ট হচ্ছে।আর কেসিসি বলছেন,ক্লিন সিটি গড়তে এ ধরনের পোস্টার,ব্যানারের বিরুদ্ধে শক্ত অবস্থান রয়েছে তারা।
খুলনার প্রধান সড়কের আশপাশসহ শহরের অলিগলিতেও যত্রতত্র পোস্টার, ব্যানার ও দেয়াল লিখন চোখে পড়ার মতো। স্বাভাবিকতা নষ্ট করছে অতিরিক্ত এই পোস্টারিং। ‘দেয়াল লিখন ও পোস্টার আইন’ ১০ বছরেও কার্যকর হয় নি।
খুলনার বিভিন্ন এলাকায় দেখা যায়, নগরীর প্রধান সড়কের পাশের বাড়ির দেয়াল, বৈদ্যুতিক খুঁটি, ব্যবসায়িক প্রতিষ্ঠান, বড় গাছ ও বিলবোর্ডসহ সব জায়গায় রাজনৈতিক দলের নেতাকর্মীদের ও ব্যক্তিগত বিভিন্ন ধরনের পোস্টার সাঁটানো। আর জনবহুল স্থানগুলোতে ঝুলছে বিশ্ববিদ্যাল, কলেজ, কোচিং সেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন।
সংশ্লিষ্ট আইনটি দশ বছরেও একবার বাস্তবায়ন করতে পারেনি কেসিসি। তবে চিঠি দিয়ে সতর্ক করেছে লাইসেন্স অফিস। আর প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বলছেন, পোস্টারের বর্জ্য শহরকে দূষিত করছে।
নগর পরিকল্পনাবিদরা বলছেন, অতিমাত্রায় ব্যবসায়ী মনোভাবের কারণে শহরের নান্দনিকতা নষ্ট হচ্ছে। অযাচিত চিত্রগুলো মানসপটে ফেলছে বিরূপ প্রভাব।