খুলনার হাই-টেক পার্কের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা
- আপডেট সময় : ১২:০৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
- / ১৬৩৪ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান চলে যাওয়ায় বন্ধ রয়েছে খুলনায় হাই-টেক পার্কের নির্মাণকাজ। ৩৬ শতাংশ কাজ শেষ হওয়ার পর প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।তবে প্রকল্প কর্মকর্তা বলছেন,ব্যায় সংকোচন করে আবার কাজ শুরু করবেন তারা।
খুলনা মহানগরীর লবণচরায় ৩ দশমিক ৫৯ একর জমিতে ২০১৭ সালের ২৫ এপ্রিল হাতে নেয়া হয় খুলনা হাই-টেক পার্ক প্রকল্প।প্রকল্পটি সম্পূর্ণ হওয়ার সময়সীমা ছিল এ বছর ৩০ জুন পর্যন্ত।তবে শুরু থেকেই বিভিন্ন জটিলতায় পড়ে প্রকল্পটি।প্রকল্পের মূল ৭ তলা ভবনের কাজ শুরু হয় ২০২২ সালের নভেম্বরে।আর বিগত কয়েকমাস প্রকল্পের কাজ একেবারে বন্ধ।বতমানে প্রকল্প এলাকায় কয়েকজন পাহারাদার ছাড়া কেউ নেই।
এই প্রকল্পটি দক্ষিনাঞ্চলের মানুষের কর্মসংস্থানের জন্য অত্যন্ত গুরুত্ব পূর্ণ।তাই প্রকল্পটি নির্ধারিত সময়ে শেষ না হওয়া হতাশাজনক বলছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।
তবে প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক বলছেন, কমপক্ষে ২০কোটি টাকা ব্যয় সংকোচন করে কাজ শুরু করার জন্য কার্যাদেশ পাওয়া ভারতীয় ঠিকাদারের সাথে আলোচনা চলছে।