খুলনাসহ দক্ষিণাঞ্চল থেকে চিংড়ি রপ্তানি কমেছে ১৪০ কোটি টাকা
- আপডেট সময় : ০৫:২৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
- / ১৭৫০ বার পড়া হয়েছে
খুলনাসহ দক্ষিনাঞ্চল থেকে হিমায়ীত চিংড়ি ও মাছ রপ্তানি কমেছে প্রায় ১৪০ কোটি টাকা। জেলা মৎস্যমান নিয়ন্ত্রন অধিদপ্তর বলছে, বৈশিক অর্থনৈতিক মন্দা আর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কারনে এমনটি হয়েছে।অপরদিকে রপ্তানিকৃত চিংড়ি মাছে অপ্রত্যাশিত ব্যাক্টেরিয়া ও ক্যেমিক্যালের উপস্থিতি বিশ্ববাজারে বাংলাদেশের চিংড়ি রপ্তানিতে ধস নেমেছে।
আন্তর্জাতিক বাজারে চাহিদা ও মূল্য কমে যাওয়ায় খুলনা অঞ্চল থেকে চিংড়ি ও অন্যান্য মাছ রপ্তানি কমেছে। এতে আয় কমে যাওয়ায় বিপাকে পড়েছেন রপ্তানিকারকরা। আগের অর্থবছরের তুলনায় ২০২২-২৩ অর্থবছরে রপ্তানি আয় কমেছে প্রায় ১৪০ কোটি টাকা।
চিংড়ি রপ্তানির এই নিম্নমুখি প্রবনতার মধ্যে রপ্তানিকৃত মাছে অপ্রত্যাশিত ব্যাক্টেরিয়া ও ক্যেমিক্যালের উপস্থিতি ভাবিয়ে তুলেছে সংশ্লিষ্টদের। ইতমধ্যেই বিদেশের ক্রেতারা এ বিষয়ে তাদের অভিযোগ জানিয়েছে এবং ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছে।
সীফুড বায়িং এক্সপোটর্স অ্যাসোসিয়েশনের এই নেতা বলছে, মৎস্য মান নিয়ন্ত্রনকারী সংস্থার গাফিলতি ও অসাধু ব্যবসায়ীদের করানে বিশ্ব বাজারে বাংলাদেশের চিংড়ি তার মান ও চাহিদা হারাচ্ছে।
বিশ্ববাজারে কেন বাংলাদেশের মাছ রপ্তানি কমেছে তা খতিয়ে দেখে দ্রুত পরিকল্পনা নেয়ার তাগিদ দিয়েছে রপ্তানিকারকরা।