খুলনায় কৃষককে নতুন স্বপ্ন দেখাচ্ছে ব্রি-৬৭ বোরো ধান
- আপডেট সময় : ০২:৪১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
তীব্র লবণাক্ততা, অনাবৃষ্টি ও দুর্যোগের বিপরীতে খুলনার উপকূলে কৃষককে নতুন স্বপ্ন দেখাচ্ছে ব্রি-৬৭ বোরো ধান। জলবায়ুজণিত প্রভাব কাটিয়ে এ জাতের ধানবীজের সত্ত্ব ফিরে পাচ্ছে কৃষক। উচ্চ ফলনশীল হওয়ায় লাভের মুখও দেখছে তারা। সার, ওষুধ ও পানি কম লাগায় দিন দিন এ ধান চাষে আগ্রহ বাড়ছে।
জলবায়ু পরিবর্তনের কারনে খুলনার উপকুলীয় অঞ্চলের জমিতে প্রতিনিয়ত বাড়ছে লবনাক্ততা। তবে, গত কয়েকবছরে এ অঞ্চলে লবনসহিষ্ণু বেশ কিছু বোরো ধানের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এর মধ্যে বিনা-৬৭ জাতের লবণসহিষ্ণু সক্ষমতা বেশি। ফলন ও দাম ভালো পাওয়ায় কৃষকও খুশি।
এই জাতের ধানের বীজ সহজেই সংরক্ষণ করতে পারছে কৃষক। এতে বীজের গুনগত মান ও প্রাপ্তিতে অনিশ্চয়তা দূর হওয়ায় খুশি তারা।
ডিসেম্বরে রোপন করে মার্চের মধ্যেই এ ধান ঘরে তোলা যায় বলে জানায়, কৃষি বিভাগ। খুলনার লবণাক্ত অঞ্চলে এই ধানের চাষ বাড়ালে কৃষক লাভবান হবে বলে মনে করে তারা।
জেলায় ৬ হাজার ১শ’ ৫০ হেক্টর জমিতে এবার বোরো ধান চাষ হয়েছে। এর মধ্যে ব্রি-৬৭ আবাদ করা হয়েছে তিন হাজার ৯শ’ ৪৯ হেক্টর।