খুলনায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে চালক আহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২
- / ১৫২৯ বার পড়া হয়েছে
খুলনায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে আহত হয়েছেন চালক। এ ঘটনায় মাদরাসার দুই ছাত্রকে আটক করেছে রেলওয়ে পুলিশ।
খুলনা জিআরপি থানা পুলিশ কর্মকর্তা মোল্লা খবীর আহমেদ বলেন, খুলনা থেকে বেনাপোলগামী বেতনা এক্সপ্রেস ট্রেনটি সকাল পৌনে ৭টার দিকে খুলনা থেকে বেনাপোলের উদ্দেশে ছেড়ে যায়। সকালে ট্রেনটি খানজাহান আলী থানাধীন যোগীপোল মাদরাসার সামনে পৌঁছালে কে বা কারা ট্রেনটিকে লক্ষ্য করে কয়েকটি পাথর নিক্ষেপ করে পালিয়ে যায়। পাথরের আঘাতে ট্রেনের চালক গাজী মারুফ আহত হন। সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেন তিনি। এরপর রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনস্থালে পৌঁছে সিয়াম ও সাজ্জাদকে আটক করে।