খুলনায় ছয় কোটি টাকা ব্যয়ে নির্মিত ট্রাক টার্মিনালটি পড়ে আছে অব্যবহৃত অবস্থায়
- আপডেট সময় : ০৭:৪২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
- / ১৫৭২ বার পড়া হয়েছে
খুলনায় ছয় কোটি টাকা ব্যয়ে নির্মিত ট্রাক টার্মিনালটি পড়ে আছে অব্যবহৃত অবস্থায়। মালিক শ্রমিকদের অনাগ্রহ এবং খুলনা সিটি করপোরেশন অবহেলায়, ১৯ বছর ধরে তালাবদ্ধ টার্মিনাল ভবন। ফলে সিটি করপোরেশন হারাচ্ছে রাজস্ব; অন্যদিকে জনদুর্ভোগ বাড়ছে নগরবাসীর।
নগরীর বিভিন্ন সড়কের ওপরই যত্রতত্র ট্রাক পার্কিং বন্ধ করতে খুলনা সিটি করপোরেশন ২০০২ সালে গল্লামারী-সোনাডাঙ্গায় ছয় একর জমির ওপর ৬ কোটি টাকা ব্যয়ে তিনতলা বিশিষ্ট একটি আধুনিক ট্রাক টার্মিনাল নির্মাণ করে। শ্রমিকদের বিশ্রাম নেয়ার সুব্যবস্থাও নেয়া হয় ভবনটিতে। তবে তা ট্রাক শ্রমিক বা মালিকদের কোন কাজে আসেনি আজও।
১৯ বছর ধরে তালাবদ্ধ ভবনটি ব্যবহার না করায় পড়ে আছে জরাজীর্ণ অবস্থায়। এটি এখন ব্যবহারেরও অনুপযোগী হয়ে পড়েছে। ওই টার্মিনালে ট্রাক রাখে না মালিক-চালকরা। নির্ধারিত ফি দিয়ে এখানে গাড়ি রাখার বিষয়ে আপত্তি রয়েছে ট্রাক মালিকদের।
দিনের অধিকাংশ সময় সড়কের এক তৃতীয়াংশ দখল করে পার্ক করা হয় ট্রাক। এতে যান চলাচলে দুর্ভোগ বেড়ে সড়কে সৃষ্টি হয় যানজট। প্রতিদিন নাগরিক ভোগান্তি বাড়লেও ট্রাফিক বিভাগ ও খুলনা সিটির কাছে বিষয়টি সবসময়ই উপেক্ষিত।
বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের এই নেতা বলছেন, অপরিকল্পিত নির্মাণের ফলে শ্রমিক অথবা মালিকদের কোনো কাজেই আসেনি ট্রাক টার্মিনাল।
টার্মিনালটি চালু করতে মোবাইল কোর্ট, ট্রাক চালককে জরিমানাসহ অনেক রকম চেষ্টা চালানো হলেও কার্যকর কোন সুফল মেলেনি…জানালেন,কেসিসির এই কর্মকর্তা।
আর নাগরিক নেতারা বলছেন, অর্থের অপচয় হচ্ছে কিন্তু কেউ এর দায় নিচ্ছে না… এসব ঘটনা দেশ উন্নয়নে বড় বাধা। এই ট্রাক টার্মিনাল তারই একটি বড় উদাহরণ বলে মনে করেন তারা।
খুলনা সিটি কর্পোরেশন পরিকল্পিতভাবে একটি আধুনিক ট্রাক টার্মিনাল গড়ে তুলুক এমন দাবী করেছেন,খুলনা ট্রাক-শ্রমিক ও মালিকরা।