খুলনায় নদীগর্ভে বিলীন ঘরবাড়ি,ফসলি জমিসহ কয়েক শত বসতভিটা
- আপডেট সময় : ০১:৫৫:১২ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
- / ১৫২০ বার পড়া হয়েছে
খুলনার রূপসায় ভৈরব নদী ও তেরখাদা আত্রাই নদীতে বেড়েছে ভাঙনের তীব্রতা। নদীগর্ভে বিলীন হয়েছে ঘরবাড়ি,ফসলি জমিসহ কয়েক শত বসতভিটা। শেষ সম্ভল হারিয়ে নিঃস্ব অসংখ্য মানুষ।নদী তীরবর্তী মানুষের অভিযোগ,পানি উন্নয়ন বোর্ড ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করেনি।
খুলনার রূপসা ভৈরব নদী তীরবর্তী গ্রাম ও তেরখাদা উপজেলার আত্রাই নদীর ভাঙ্গনে কবলে পড়েছে পারহাজী ও লস্কারপুর গ্রাম।প্রতিদিনই নদী গর্ভে বিলীন হচ্ছে বসত-ভিটা, ফসলী জমিসহ বহু স্থাপনা।এরই মধ্যে বিলীন হয়েছে খুলনা-কালিয়া আঞ্চলিক সড়কসহ প্রায় অর্ধশতাধিক ঘরবাড়ি। ভাঙন অব্যাহত থাকায় হুমকিতে রয়েছে আরও অনেক স্থাপনা ও আবাদি জমি।ভাঙন রোধে সংশ্লিস্টরা কার্যকর পদক্ষেপ না নেয়ায় প্রতিবছরই নদী ভাঙনের শিকার হচ্ছেন তারা।
তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন কবলিত এলাকায় জরুরীভাবে স্থায়ী বাঁধের জন্য প্রকল্প নেয়া হচ্ছে।তবে কবে নাগাদ তা বাস্তবায়ন হবে তার ব্যাখ্য নেই পানি উন্নয়ন বোর্ডের কাছে। শুধু আশ্বাস নয়, ভাঙন রোধে দ্রুত নদী তীর সংরক্ষণ বাঁধ নির্মাণের জন্য সব ধরণের পদক্ষেপ নেবে সরকার এমন প্রত্যাশা ক্ষতিগ্রস্তদের।