খুলনায় পাটকল অবসায়নের সার্বিক পরিস্থিতি জানাতে জেলা প্রশাসনের সংবাদ সম্মেলন

- আপডেট সময় : ০৬:০২:১২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০
- / ১৫৭২ বার পড়া হয়েছে
রাষ্ট্রায়ত্ত্ব পাটকল অবসায়নের সরকারী সিদ্ধান্তের প্রেক্ষিতে শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধসহ সার্বিক পরিস্থিতি জানাতে সংবাদ সম্মেলন করেছে জেলা প্রশাসন।
দুপুরে খুলনা সার্কিট হাউজে জেলা প্রশাসন আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। এ সময় জুট মিলের প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন। নংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জানান, বিধি মেনে ব্যাংক চেকের মাধ্যমে শ্রমিকদের শতভাগ পাওনা পরিশোধ করার পরই পাটকল অবসায়ন করা হবে। আর সিটি মেয়র জানান, সরকারী পাটকল বেসরকারি খাতে দিয়ে এগুলোকে আধুনিকায়ন করে আবার চালু করা হবে। আর সেক্ষেত্রে দক্ষ শ্রমিকদের চাকরিতে অগ্রাধিকার থাকবে। বিজিএমসি নিয়ন্ত্রণাধীন ২৫টি পাটকল আগামী ১লা সেপ্টেম্বর থেকে সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হবে এবং শ্রম আইনের বিধানমতে ৩০শে জুন শ্রমিকদের চাকরি অবসায়নের নোটিশ দেয়া হবে এবং ৬০ দিন পর তা বন্ধ হয়ে যাবে।