খুলনায় রেলওয়ে স্টাফ কোয়ার্টারগুলো জরাজীর্ণ হয়ে পড়েছে
- আপডেট সময় : ১১:০১:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
খুলনায় রেলওয়ে স্টাফ কোয়ার্টারগুলো জরাজীর্ণ হয়ে পড়েছে। এর মধ্যে ৯০ ভাগ ভবনেই ঝুঁকি নিয়ে বসবাস করছে বাসিন্দারা। দীর্ঘদিন সংস্কার না করায় কোয়ার্টারগুলো এখন বসবাসের অনুপযোগী। পলেস্তারা নেই বললেই চলে। বৃটিশ আমলের ইটগুলোর মেয়াদও প্রায় শেষ।
রেলওয়েতে কর্মকর্তা-কর্মচারীদের চাহিদা মোতাবেক কোয়ার্টার খুবই কম। এসব কোয়ার্টারে সাড়ে ৪শ’ ভবন থাকলেও খুলনার আধুনিক রেল স্টেশন করার সময় শতাধিক ভবন ভেঙে ফেলা হয়। এখন মাত্র ৪টি ছাড়া সব ভবনই অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
দীর্ঘ দিনের পুরাতন ভবনগুলো সংস্কার না করে নতুন করে বহুতল ভবন নির্মানের পরামর্শ দিয়েছেন খুলনা রেলওয়ে শ্রমিক লীগ সভাপতি। স্টাফ কোয়ার্টার সংস্কারের জন্য রেলওয়ে পাকশির বিভাগীয় প্রকৌশলীকে লিখিতভাবে জানানো হয়েছে বলে জানান এই পরিদর্শক। খুলনার পুরাতন রেল স্টেশন, জংশন এবং দৌলতপুর রেলস্টেশন এলাকায় সাড়ে ৩শ’ জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে বাস করছে রেল কর্মকর্তা-কর্মচারীরা ।