খুলনার উপকূলীয় এলাকায় লবণাক্ত পতিত জমিতে ভুট্টা চাষে সাফল্য
- আপডেট সময় : ০৫:৪৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
খুলনার উপকূলীয় এলাকায় লবণাক্ত পতিত জমিতে ভুট্টা চাষে সাফল্য পেয়েছে কৃষক। কৃষি অধিদপ্তর বলছেন, জমির উৎপাদন বৃদ্ধিতে সাফল্য এসেছে। ভালো ফলন হওয়ায় ভুট্টা চাষে আগ্রহী হচ্ছে কৃষক।
খুলনার উপকূলীয় এলাকার লবণাক্ত পতিত জমিগুলোর উৎপাদনশীলতা ফিরিয়ে আনতে নানামুখী গবেষণা করছে কৃষি বিভাগ। এর অংশ হিসেবে এক ফসলি জমিতে বিনা চাষে ডিবলিং পদ্ধতিতে ভুট্টা চারা রোপণ করে জমির উৎপাদন বৃদ্ধিতে ভুট্টা চাষে সফলতা এসেছে। শুষ্ক মৌসুমে পতিত জমিতে অতিরিক্ত ফসল চাষ করে দেশে ভুট্টার আবাদ বাড়ানোর উজ্জ্বল সম্ভাবনা দেখছেন কৃষি সম্প্রসারণ অধিদফতর।
লবণাক্ত এলাকা বর্ষাকালে শুধুমাত্র আমন ধানের উৎপাদন ছাড়া সারা বছর পতিত থাকে সেই জমিতে এখন দুই ফসল হওয়াতে অনেকটাই খুশি তারা।
উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন, ধানের থেকেও কম খরচে ভুট্টা চাষ করা যায়। কৃষকদের ভুট্টা চাষে সব ধরনের সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে।
লবণাক্ত অঞ্চলে এই পদ্ধতিতে চাষাবাদ হলে এ অঞ্চলে আর কোন জমি প্রতিত থাকবে না বলে মনে করেন কৃষি সম্প্রসারণ অধিদফতর।
কৃষি সম্প্রসারণ অধিদফতর বলছে, পতিত জমিকে চাষের আওতায় আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিজ্ঞানীরা।