খুলনায় হত্যা মামলায় চারজন ও রাজবাড়িতে গণধর্ষণ মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত
- আপডেট সময় : ০৬:৪০:০১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
খুলনার রূপসা উপজেলার ইলাইপুর গ্রামের মাদ্রাসা ছাত্র মুসা শিকদার হত্যা মামলায় চারজন ও রাজবাড়িতে গণধর্ষণ মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
খুলনা জেলা ও দায়রা জজ মোঃ মশিউর রহমান চৌধুরী- আসামী বনি আমিন শিকদার, রহিম শেখ, রাজু শিকদার ও নুহু শেখকে ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছে সিরাজ শিকদার ও তার ভাই জসিম শিকদার। ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর মুদি দোকানে বাকি লেনদেনের জেরে রূপসার মুসা শিকদারকে শ্বাসরোধে হত্যার পর নদীতে ফেলে দেয় আসামীরা।
গণধর্ষণ মামলায় রাজবাড়ি সদর উপজেলার মজলিসপুরের রানা মোল্লা, খানখানাপুর দত্তপাড়ার মামুন মোল্লা ও মজলিসপুরের হান্নান সরদারকে ফাঁসির আদেশ দিয়েছে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক শারমিন নিগার। রায়ে আসামিদের অতিরিক্ত এক লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে।