খুলনা ও বরিশাল সিটি করপোরেশনের নির্বাচন কাল
- আপডেট সময় : ০৫:১০:১৩ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩
- / ১৮৪৯ বার পড়া হয়েছে
কাল বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে প্রথমবারে মতো ইভিএমে ভোটগ্রহণ করা হবে। নির্বাচনী কেন্দ্রে পৌঁছে গেছে সরঞ্জাম। আইনশৃংখলা বাহিনী মোতায়েন সহ সব ধরণের প্রস্তুতি শেষ করেছে কমিশন। এদিকে, বরিশালে সুষ্ঠু ভোট হবে না বলে অভিযোগ তুলেছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী। অন্যদিকে, সিলেট নির্বাচনে প্রচারণায় ও ভোটে অংশ না নিতে বিএনপির নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
কাল বরিশাল সিটি করপোরেশন নির্বাচন। এবারই প্রথম বরিশালে ইভিএমে ভোটগ্রহণ হবে। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। সকালে রিটার্নিং অফিসার মো. হুমায়ুন কবির শিল্পকলা একাডেমি থেকে নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু করেন। বিসিসিতে ৭ মেয়র, ১১৮ জন সাধারণ ও ৪২ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। ৩০টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন।
এদিকে, বরিশাল সিটি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী হয়নি বলে অভিযোগ জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপসের। সকালে নগরীর অক্সফোর্ড মিশন রোডস্থ জাতীয় পার্টির নির্বাচনী প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি দাবী করেন, সরকারের দুটি বিশেষ সংস্থা আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করছে।
সিলেট সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণায় কিছুটা বিঘ্ন ঘটিয়েছে বৃষ্টি। ভোর থেকে একটানা গুড়ি গুড়ি বৃষ্টির কারণে সকালের দিকে প্রার্থীরা প্রচারণায় নামতে পারেন নি। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী দুপুরে সিলেট নগরের তালতলায় তিনি গণসংযোগ ও প্রচারণা চালান। এদিকে, ২১ জুন সিসিসি নির্বাচনে দলীয় নেতাকর্মীদের ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। একইসঙ্গে কোনো প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ না নিতেও বলা হয়েছে। গেলো রাতে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সই করা এক বিবৃতিতে আহ্বান জানানো হয়।