খুলনা গাজীপুর ও পাবনাসহ বিভিন্ন জেলায় মাস্ক বিতরণের পাশাপাশি মাস্ক না পরায় জরিমানা
- আপডেট সময় : ০৮:৫০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
করোনা মোকাবিলায় খুলনা, গাজীপুর ও পাবনাসহ বিভিন্ন জেলায় মাস্ক বিতরণের পাশাপাশি মাস্ক না পরায় জরিমানা করেছে স্থানীয় প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
খুলনায় স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে মাঠে নেমেছে জেলা প্রশাসন। মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় একদিনে ১১৭টি মামলা হয়েছে। এসব মামলায় ৫০ হাজার ২শ’ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া ৬টি উপজেলার নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি’র নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পরে জেলা প্রশাসন দুস্থ ও অসহায় মানুষদের মাঝে মাস্ক বিতরণ করে।
গাজীপুরের জেলা প্রসাশক কার্যালয়সহ শহরের বিভিন্ন এলাকায় শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের উদ্যেগে পথচারী ও যানবাহনে চলাচলকারীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
করোনা ভাইরাস সংক্রমণ রোধে মাস্ক পরা নিশ্চিত করতে ও স্বাস্থ্যবিধি মানাতে ‘মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ’ শ্লোগান নিয়ে উদ্বুদ্ধকরণ কর্মসূচীর আওতায় সচেতনতামূলক আলোচনা সভা ও মাস্ক বিতরণ করেছে পাবনা জেলা পুলিশ।