খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চালু হয়েছে পিসিআর মেশিন
- আপডেট সময় : ০১:৫৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস শনাক্তকরণে পলিমারজ চেইন রিঅ্যাকশন- পিসিআর মেশিন স্থাপন করা হয়েছে। করোনা পরীক্ষার কিট পৌঁছার পর থেকেই চালু হয়েছে এ পিসিআর মেশিন। সংশ্লিষ্টরা বলছেন, এ পরীক্ষা কার্যক্রম চালু হওয়ায় বর্তমানে খুলনার জনমনে আতঙ্ক কিছুটা কমেছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলায়- মাইক্রোবায়োলজি বিভাগে করোনা ভাইরাস শনাক্তের জন্য পিসিআর মেশিন স্থাপন করা হয়েছে। ইতোমধ্যে ল্যাব প্রস্তুতের কাজও সম্পন্ন হয়েছে এবং করোনা পরীক্ষার টেস্ট কিটসও এসে পৌঁছেছে। দেরিতে হলেও কয়েকটি ধাপে বিভক্ত করে একটি আন্তর্জাতিক মানের ল্যাব স্থাপন করায় চিকিৎসকরা সন্তোষ প্রকাশ করেছেন। তাদের পরামর্শ অনুযায়ী করোনা শনাক্তে রোগীদের নমুনা সংগ্রহ করে শিগগিরই পরীক্ষার কাজ শুরু হবে।
মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ও করোনাভাইরাস পরীক্ষার ফোকাল পার্সন জানান, এই মেশিনে ২৪ ঘণ্টায় ৯৬টি পরীক্ষা করা সম্ভব।
পিসিআর মেশিন স্থাপিত হওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক কমে যাবে এবং এর মধ্য দিয়ে খুলনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো বলে জানান সিভিল সার্জন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, করোনা আক্রান্ত রোগীদের জন্য আইসিইউ ব্যবস্থাসহ ১০০ শয্যার ডায়াবেটিক হাসপাতালকেও প্রস্তুত করা হয়েছে।
করোনার চিকিৎসা নিয়ে খুলনাঞ্চলের মানুষের ভেতরে যে হতাশা ও আতঙ্ক আছে, পিসিআর মেশিন চালুর পর সেটা কেটে যাবে বলে মনে করেন চিকিৎসকরা।