খেলার মাঠ কমে যাওয়ায় ছেলেমেয়েরা আসক্ত হচ্ছে মোবাইল ফোন ও কম্পিউটারে
- আপডেট সময় : ০৮:৩৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
খেলার মাঠগুলো ক্রমান্বয়ে কমে যাওয়ায় ছেলেমেয়েরা মোবাইল ফোন ও কম্পিউটার গেম খেলায় আসক্ত হচ্ছে। এর প্রভাবে তাদের আচরণগত পরিবর্তন হচ্ছে। তাদের মেধা বিকাশে এবার ২৬ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে রাজধানীতে ৭টি খেলার মাঠ ও পার্ক নির্মাণ করা হচ্ছে।
ইট পাথরের খাঁচায় বন্দী নগর জীবন। বন্দি শিকল ছিঁড়ে, খোলা আকাশতলে সবুজ ঘাসের আনন্দে নিজেকে হারিয়ে যেতে মানা নেই কোন শিশুরই। এই দুরন্তপনাই যেন মানায় তাদের।
শুধু শিশু-কিশোরই নয়, বয়োবৃদ্ধদের হাঁটা-চলার জন্যও প্রয়োজন মাঠ। শিশু-কিশোরদের মানসিক, শারীরিক বিকাশ এবং সুস্থ বিনোদনের জন্য চাই খেলার মাঠ। মতামত সব শ্রেণীর অভিভাবকদের।
অপরিকল্পিত নগরায়নে অবৈধ দখল ও স্থাপনা নির্মাণে রাজধানীতে থাকা বেশিরভাগ মাঠ ও পার্কের এখন এমন দুর্দশা। অনুপযোগী খেলাধূলা ও যে কোন বিনোদনের জন্য। দখলদারদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেবেন বলে আবার আশ্বাস দিলেন ঢাকা উত্তরের সিটি মেয়র।
নগরবাসীর খেলার মাঠের প্রয়োজন মেটাতে প্রায় ২৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাচ্ছে ৭টি মাঠ ও পার্ক।