খোঁড়া যুক্তি দিয়ে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নাকচ করেছে সরকারঃ ফখরুল
- আপডেট সময় : ০৭:০৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
আইনে ভুল ব্যাখ্যা ও খোঁড়া যুক্তি দিয়ে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নাকচ করেছে সরকার-এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চেয়ারপার্সনকে নিয়ে অসৌজন্যমূলক কথা বলার পরিণতি শুভ হবে না হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই খালেদা জিয়াকে আইনী অধিকার থেকে বঞ্চিত করেছে সরকার। গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
সাম্প্রতিক বেশ কিছু ইস্যূ নিয়ে মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় বিএনপি নেত্রী খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, করোনা থেকে মুক্ত হলেও এখনো স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছেন খালেদা জিয়া।
তবে, খালেদা জিয়ার বিষয়ে আইনের অপব্যাখ্যা এবং বিদেশে চিকিৎসার জন্য যেতে না দেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল। বিগত দিনের ৪০১ ও ৪০১ এর ক ধারা মওকুফ করে বিদেশে চিকিৎসার কিছু উদাহরন তুলে ধরেন তিনি। খালেদা জিয়াকে নিয়ে অশালীন বক্তব্য না দিতে সরকারের মন্ত্রীদের সতর্কও করেন তিনি।
লকডাউনে গ্রেফতার মাওলানাদের পাশপাশি আটক বিএনপি নেতাদের ঈদের আগে মুক্তির দাবি জানান বিএনপি মহাসচিব।