খোকন-তাপসের দ্বন্দ্ব নিয়ে ইস্যু তৈরীর সুযোগ নেইঃ মোহাম্মদ তাজুল ইসলাম
- আপডেট সময় : ০৭:০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
দায়িত্ব পালন করতে গিয়ে সাবেক মেয়র সাঈদ খোকন এবং বর্তমান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয়েছে তা সময়ের ব্যবধানে নিরসন হয়ে যাবে বলে মনে করেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। এটাকে নিয়ে ইস্যু তৈরীর কোন সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। মন্ত্রণালয়ে দুই জেলা পরিষদ সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চুয়াডাঙ্গা ও নওগাঁ জেলা পরিষদের নব-নির্বাচিত দুই সদস্যকে শপথ পড়ান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। এরপর সাম্প্রতিক নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মার্কেটে অবৈধ দোকানপাট উচ্ছেদ নিয়ে সাবেক মেয়র সাঈদ খোকন ও বর্তমান মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের পাল্টাপাল্টি অভিযোগের বিষয়ে মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া জানতে চাইলে মন্ত্রী বলেন, এটি ব্যক্তিগত বিরোধ। এতে দল বা মন্ত্রণালয়ের বিব্রত হবার কিছু নেই।
রাজধানী ঢাকায় মশার উপদ্রব বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আগামী সপ্তাহে সিটি করপোরেশনসহ ডেঙ্গু বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় ডেঙ্গু নিয়ন্ত্রণে করনীয় ঠিক করা হবে।
ঢাকার জলাবদ্ধতা নিরসনে বেদখল করা খাল উদ্ধারে দুই সিটির মেয়রকে নিয়ে শিগগিরই বৈঠকের পর অভিযানের সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী।