খোকসায় স্কুলের অর্থ আত্মসাতের দায়ে উপজেলা আ’লীগ নেতাসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
- / ১৬০০ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার খোকসায় স্কুল অর্থ আত্মসাতের দায়ে উপজেলা আওয়ামী লীগ নেতা বাবুল আখতারসহ ৮ জনের বিরুদ্ধে আলাদা দুটি মামলা করেছে দুদক।
সকালে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক আশরাফুল ইসলামের আদালতে মামলা দুটি দাখিল করেন মামলার বাদী ও তদন্তকারী কর্মকর্তা দুদকের কুষ্টিয়া উপ পরিচালক আলমগীর হোসেন। মামলা সূত্রে জানা যায়, ২০১৯-২০ অর্থ বছরে উপজেলার মাছুয়াঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং মামুদানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আলাদা বাৎসরিক সংস্কার ও শিক্ষা সহায়ক সামগ্রী খাতে ২ লাখ টাকা করে বরাদ্দ দেয় সরকার। এরমধ্যে একটিতে ৫০ হাজার ৮২৫ টাকা এবং অপরটিতে ৫৭ হাজার ২২৮ টাকার কাজ না করেই বিদ্যালয় সংশ্লিষ্টরা ভূয়া ভাওচার দিয়ে পুরো টাকা আত্মসাৎ করেছে বলে প্রমাণ হয়েছে দুদকের তদন্তে।