গজারিয়ায় একটি হাসপাতালে ডাক্তারের বদলে নার্স দিয়ে অপারেশনের সময় রোগীর মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের গজারিয়ায় বেসরকারি একটি হাসপাতালে ডাক্তারের বদলে নার্স দিয়ে অপারেশন করার সময় এক রোগীর মৃত্যু হয়েছে।
শনিবার উপজেলার পুরান বাউশিয়া গ্রামের ইউসুফ আলীর সন্তান-সম্ভবা স্ত্রী খাদিজা বেগমকে প্রসব বেদনা নিয়ে ভর্তি করা হয় ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন মিয়াজী টি.এইচ মেমোরিয়াল হাসপাতালে। বিকেলে ডা. শারমিন সুলতানা ও ডা. তোফাজ্জল হোসেন রিজভী উপস্থিত থেকে সিজারিয়ান অপারেশন করার কথা থাকলেও অপারেশন করেন নার্সরা। এদিকে অপারেশন করার সময় প্রসূতির মৃত্যু হওয়ায় রোগী রেখে পালিয়ে যাওয়ার সময় হাসপাতালে কর্মরতদের আটক করে স্থানীয়রা। এসময় বিক্ষুব্ধ লোকজন হাসপাতাল ভাঙচুরের চেষ্টা চালায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে হাসপাতালটির ম্যানেজার ও তিন নার্সকে আটক করেছে পুলিশ।