গণতন্ত্রকে শক্তিশালী করতে বিরোধী দলের প্রতি সহানুভূতিশীল আওয়ামী লীগ
- আপডেট সময় : ০৮:১৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩০ বার পড়া হয়েছে
গণতন্ত্রকে শক্তিশালী করতে বিরোধী দলের প্রতি সহানুভূতিশীল আওয়ামী লীগ- এমন মন্তব্য করে দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ভেতরেই গণতন্ত্র নেই; তারা দেশে গণতন্ত্র চর্চা করবে কীভাবে? আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে দ্বিতীয় বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হবার পর প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। নবীন ও প্রবীনের সমন্বয়ে খুব শিগগিরই আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে বলেও জানান ওবায়দুল কাদের।
টানা দ্বিতীয় মেয়াদে সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ওবায়দুল কাদের। আবারো দলের দ্বিতীয় শীর্ষ পদে নির্বাচিত করায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও কাউন্সিলরদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। আওয়ামী লীগ উন্নয়নের সরকার উল্লেখ করে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় নেতাকর্মীদের সাথে নিয়ে কাজ করার কথা জানান ওবায়দুল কাদেরl
বিরোধী দল সমাবেশ করতে চাইলে কোনো বাধা দেওয়া হয় না দাবি করে তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির মধ্যে গণতন্ত্র নেই।
আওয়ামী লীগের কাউন্সিলে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি–বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন মন্তব্যের সমালোচনা করেন ওবায়দুল কাদের। দুই-একদিনের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি এবং আগামী বছর মুজিব শতবর্ষ উপলক্ষে জেলা উপজেলাসহ সব মেয়াদোত্তীর্ণ কমিটি পুর্নগঠনের কথা জানান ওবায়দুল কাদের।