গণতন্ত্র ছাড়া কোন উন্নয়ন জনগণের কাছে গ্রহণযোগ্য নয় : আমীর খসরু
- আপডেট সময় : ০৭:৫২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৮৯ বার পড়া হয়েছে
গণতন্ত্র ছাড়া কোন উন্নয়ন জনগণের কাছে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বলেন, পাকিস্তান আমলে আইয়ুব খান উন্নয়ন করেছিল কিন্তু সেও ক্ষমতায় থাকতে পারেনি। বর্তমান সরকারও ক্ষমতায় থাকতে পারবে না। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা এসব কথা বলেন তিনি।
সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে “বর্তমান সময়ে গণতন্ত্র ও মানবাধিকার” শীর্ষক আলোচনা সভার আয়োজন করে গণতন্ত্র ফোরাম।
এসময় নেতারা বলেন, এই সরকার জনগণের সরকার নয়। জোর করে তারা ক্ষমতায় আছে।
নির্বাচন কমিশন কার নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে– এমন প্রশ্ন তুলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি নির্বাচনে গেলে- জনগণের নির্বাচনে যাবে। শেখ হাসিনার নির্বাচন যাবে না।
বলেন, গণতন্ত্র ছাড়া কোন উন্নয়ন জনগণের কাছে গ্রহণযোগ্য নয়। আওয়ামী লীগ মডেলের উন্নয়ন করে সরকার যে পরিমাণ ঋণ নিয়েছে, ভবিষ্যতে তা দেশে বড় ধরনের সমস্যা সৃষ্টি করবে বলে জানান তিনি।
দেশের মানুষ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না বলে দাবি করেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী।