গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তিই বিএনপির বড় চ্যালেঞ্জ : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৭:০৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
জিয়াউর রহমানের কবর নিয়ে সরকার ও মন্ত্রীদের বিতর্কিত মন্তব্য দুঃখজনক বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি। দলের নেতা-কর্মীদের নামে হাজারো মামলা ও হামলা-নির্যাতনের কারণে গণতন্ত্র পুনরুদ্ধার কঠিন হয়ে পড়েছে বলেও জানান তিনি। তবে, গণতন্ত্র পুণরুদ্ধারে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিএনপি মহাসচিব।
বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরে, গণমাধ্যমের কাছে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন তিনি।
জিয়াউর রহমানের কবর ইস্যুতে সরকারের নানা বিতর্কের প্রতিক্রিয়া জানান,বিএনপি মহাসচিব।
সরকারের অব্যাহত দমন-পীড়নের ফলে বর্তমানে গণতন্ত্র পুনরুদ্ধার বিএনপি’র জন্য বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তিনি।
দেশের মানুষের অধিকার আদায়ে বিএনপি’র আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।