গণতন্ত্র পুনরুদ্ধার ও নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠায় বিএনপি’র সব দাবির সাথে একাত্মতা পার্থের
- আপডেট সময় : ০৭:৫৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
- / ১৬৫৮ বার পড়া হয়েছে
নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি গণ- দাবিতে পরিনত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। গণতন্ত্র পুনরুদ্ধার ও নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠায় বিএনপি’র সব দাবির সাথে একাত্মতা জানান তিনি। বিকেলে বিজেপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তিনি বলেন, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে গ্রহণযোগ্য সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয় পার্টি -বিজেপি।
গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নানাবিদ দাবি তুলে ধরেন বিজেপির কেন্দ্রীয় নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে দলের চেয়ারম্যান, আওয়ামী লীগের দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের সমালোচনা করেন।
তিনি সরকার পতনে যুগপৎ আন্দোলনে বিএনপির দাবির সাথে ঐক্যমত পোষণ করেন।
দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মন্তব্য করে সংকট উত্তরণে রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসার আহবান জানান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।