গণতন্ত্র প্রতিষ্ঠায় বিরোধীদলের সহযোগিতা চাইলেন ওবায়দুল কাদের
- আপডেট সময় : ১০:০৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিরোধীদলের সহযোগিতা কামনা করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, শুধু সরকারি দল গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এমন আশা করে লাভ নেই। শহীদ ডা. মিলন দিবসে ঢাকা মেডিক্যাল কলেজ চত্বরে তার সমাধিতে শ্রদ্ধা জানানোর পর, এ সব কথা বলেন তিনি। ১৯৯০ সালের এই দিনে স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় গুপ্ত বাহিনীর গুলিতে নিহত হন শহীদ ডা. শামসুল আলম খান মিলন। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সমাজিক-সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানান।
শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ চত্বরে তাঁর সমাধিতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শ্রদ্ধা নিবেদন শেষে ডা. শামসুল আলম মিলনের স্বৈরশাসন বিরোধী আন্দোলনের কথা স্মরণ করেন তিনি। বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিরোধী দলেরও ভুমিকা রয়েছে।
বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি ও সরকার পতনের আন্দোলন প্রসঙ্গেও কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
দিবসটি উপলক্ষে শহীদ মিলনের সমাধিতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে দলের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আমানউল্যাহ আমান।
এছাড়া আওয়ামী লীগের মহানগর ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।
দিবসটি উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ চত্বরে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন- বিএমএ। এতে আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহসহ, বিভিন্ন সংগঠনের কেন্দ্রীয় নেতারা।
গণতন্ত্র প্রতিষ্ঠায় ডা. শামসুল আলম মিলনের আত্মত্যাগের কথা স্মরণ করে তার হত্যার বিচার দাবি করেন তারা।