গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখলে যে উন্নয়ন সম্ভব, তার প্রমাণ আ’লীগ : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:৩৬:৪১ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
- / ১৬৩২ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রেখে মুক্তিযুদ্ধের উদ্দেশ্য ও দেশের হারানো গৌরব ফিরিয়ে এনেছে আওয়ামী লীগ। স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর ইতিহাস বিকৃতির চেষ্টা হয়েছে। তখন দেশে গণতন্ত্র ছিলো না বলেও জানান তিনি। ২৫ মার্চ গণহত্যার সাথে জড়িতদের কড়া সমালোচনা করেন শেখ হাসিনা।
ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার প্রদান-২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিভিন্ন খাতে দেশসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় ১০ বিশিস্ট ব্যক্তির হাতে স্বাধীনতা পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে সর্বাধিক ৪ জন পান এই সম্মাননা। সমাজ ও জনসেবায় দেয়া হয় ৩ জনকে। আর একজন করে এই পদক পান বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসাবিদ্যা, সংস্কৃতি ও ক্রীড়া খাতে অবদান রাখায়।
অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর ইতিহাস বিকৃতি ও হত্যা ছিলো নিয়মিত ঘটনা। তখন দেশে গণতন্ত্র ছিল না অভিযোগ করে তিনি বলেন, বিজয় অর্জন করে বিজয়ের কথা বলতে না পারা ছিলো জাতির জন্য দুর্ভাগ্যের।
যে উদ্দেশ্যে মুক্তিযুদ্ধ হয়েছে তা সমুন্নত রেখে আওয়ামী লীগ দেশের হারানো গৌরব ফিরিয়ে এনেছে বলে জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখলে যে উন্নয়ন সম্ভব, তা প্রমাণ করেছে আওয়ামী লীগ।
উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রেখে ২০৪১ সালে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পূণর্ব্যক্ত করেন শেখ হাসিনা।