গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে সশস্ত্র বাহিনীকে অবদান রাখার আহ্বান
- আপডেট সময় : ০৮:৩৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
গণতান্ত্রিক ধারাকে সমুন্নত রাখতে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দায়িত্ববোধ ও শৃঙ্খলাবদ্ধ কর্মপ্রচেষ্টার মাধ্যমে অবদান রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বাহিনীর আধুনিকায়নে যা যা প্রয়োজন তার সবই সরকার করছে বলেও জানান শেখ হাসিনা।
সশস্ত্র বাহিনী দিবসে সেনানিবাসের সেনাকুঞ্জে বৈকালিক সংবর্ধণায় যোগ দেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই তিনি পুনঃনির্মিত সেনাকুঞ্জ ভবন ও বঙ্গবন্ধুর মুরাল উদ্বোধন করেন।
সশস্ত্রবাহিনী দিবসে সশস্ত্র বাহিনীর সদস্যদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। মহান মুক্তিযুদ্ধ এবং যে কোন দুর্যোগ ও সংকট সমাধানে, তিন বাহিনীর সদস্যদের ভুমিকার ভুয়সী প্রশংসা করেন তিনি।
কেবল জাতিসংঘের শান্তি মিশনই নয়, সম্প্রতি মিয়ানমার থেকে আসা রোহিংগাদের আশ্রয় ও মানবিক সাহায্য করার ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর সদস্যদের ভুমিকা আজ বিশ্বে প্রশংশিত বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
দেশের উন্নয়ন অগ্রযাত্রা যেন ব্যহত না হয় সেবিষয়ে সচেতন থাকার নির্দেশ দেন শেখ হাসিনা।
পরে সশস্ত্র বাহিনীর সংবর্ধনায় যোগ দেয়া অতিথিদের সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।