গণপরিবহনে বাড়তি ভাড়া আদায় বন্ধে ব্যবস্থার নির্দেশ হাইকোর্টের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
গণপরিবহনের ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও বাড়তি ভাড়া আদায় বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। এতে বলা হয়েছে, বাস থামার নির্দিষ্ট জায়গায় ও যাত্রীদের কাছে সহজে দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা প্রকাশ ও ইলেকট্রনিক বিলবোর্ডের মাধ্যমে তালিকা প্রদর্শনের ব্যবস্থা করতে হবে। এছাড়া সবরকম গণপরিবহনে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে কার্যকর ব্যবস্থা নিতেও নির্দেশ দেয়া হয়েছে বিটিআরসিকে ।’