গণবিরোধী নীতির কারণে-করোনা ও বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ চামড়া রপ্তানীতে সরকার ব্যর্থ হচ্ছে
- আপডেট সময় : ০৬:৫২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
গণবিরোধী নীতির কারণে-করোনা ও বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ চামড়া রপ্তানীতে সরকার ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যগ্ম মহাসচিব রুহুল করিব রিজভী। এদিকে ঢাকা মহানগর বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল বলেন, করোনা দুর্যোগে দুর্নীতিবাজদের রক্ষায় স্বাস্থ্য অধিদফতর প্রজ্ঞাপন জারি করেছে। আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
বিএনপি’র দুই নেতা শফিউল বারী বাবু ও আবদুল আউয়াল খান স্মরণে রাজধানীর নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়। এতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল ও যুবদল সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
দুর্নীতিবাজদের রক্ষায় স্বাস্থ্য অধিদফতরের প্রজ্ঞাপন জারির সমালোচন করে হাবিব-উন-নবী খান সোহেল বলেন, করোনা মহামারিতে অনিয়মের সাথে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। এর আগে কুড়িগ্রামের বাসভবন থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী অভিযোগ করেন, করোনা , বন্যার পর এবার চামড়া রপ্তানিতেও সরকার ব্যর্থ। বন্যা, করোনা মোকাবিলা এবং চামড়া শিল্পে প্রণোদনা দিয়ে এই শিল্প বাঁচানোর দাবি জানান রুহুল কবির রিজভী।