গণমাধ্যমের স্বাধীনতা না থাকার অভিযোগ- বিএনপি’র মিথ্যাচার : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৮:০৯:২৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
বিএনপি’র অপরাজনীতির কারণে দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ নিতে পারেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন তিনি। এ সময় গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে বিএনপি নেতাদের অভিযোগকে ভিত্তিহীন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ২০০১ সালে বিএনপি’র ক্ষমতা গ্রহণের পর প্রথম ৩ মাসে ৫০ জন সাংবাদিক বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছিলো।
সরকারি বাসভবনে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে গণমাধ্যমে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ সময় বিএনপির পক্ষ থেকে সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবী প্রসঙ্গে তিনি বলেন, সময় এলেই সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।
দেশে গণমাধ্যমের স্বাধীনতা নেই- বিএনপির এমন অভিযোগের জবাবে সেতুমন্ত্রী বলেন, এ ব্যাপারেও চিরাচরিত মিথ্যাচার করছে তারা।
এছাড়া গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দিতে সরকারের পাশাপাশি বিরোধী দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।