গণস্বাস্থ্য নগর হাসপাতালে করোনা শনাক্তের কিট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর
- আপডেট সময় : ০৮:১০:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
ওষুধ প্রশাসনের প্রতিনিধি না থাকায় চূড়ান্ত অনুমোদনের জন্য সরকারের কাছে করোনাভাইরাস শনাক্তে ‘রেপিড টেস্ট কিট’ হস্তান্তর করতে পারেনি গণস্বাস্থ্য কেন্দ্র। তবে পরীক্ষা ও মতামতের জন্য যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন- সিডিসিকে নমুনা কিট দিয়েছে সংস্থাটি। দুপুরে ঢাকার ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে এ কিট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এসময় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী জানান, রোববারের মধ্যে সরকারের কাছে কিট হস্তান্তর করা হবে।
দু,মাস অক্লান্ত পরিশ্রম করে অবশেষে করোনা ভাইরাস বা কোভিড ১৯ শনাক্তকরণ কিট প্রস্তুত করেছে গণস্বাস্থ্যকেন্দ্র। এ কিট আনুষ্ঠানিকভাবে সরকার এবং বিশ্বস্বাস্থ্যসংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে পরীক্ষার জন্য হস্তান্তরের এ আয়োজন। তবে এতে সরকারের বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোনো প্রতিনিধি না আসায়, তা সিডিসির প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়।
এ সময়, প্রস্তুত করা কিট পরীক্ষায় সফল দাবি করে গবেষক দলের প্রধান অধ্যাপক ড. বিজন কুমার শীল বলেন- এন্টিবডি ও এন্টিজেন এ দুটির সমন্বয় করে কিট তৈরি করা হয়েছে। এটি দিয়ে ৫মিনিটের মধ্যে সুনির্দিষ্টভাবে করোনা শনাক্ত করা সম্ভব।
আরেক বিজ্ঞানী এ কিটের প্রধান বৈশিষ্টগুলো তুলে ধরেন।
কিট হস্তান্তরকালে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী জানান, সরকারের কাছে হস্তান্তরের পর অনুমোদনপ্রাপ্তির সঙ্গে সঙ্গে উৎপাদন শুরু করবে গণস্বাসস্থ্যকেন্দ্র।
গণস্বাস্থ্যের আবিস্কৃত এ কিটের দাম ৩শ টাকার উপরে না রাখার আহবান জানিয়ে পর্যায়ক্রমে এক লাখ কিট উৎপাদনের কথাও জানান ডা.জাফরুল্লাহ চৌধুরী।