গণ-আন্দোলন করেই সরকারের পতন ঘটানো হবে : হুঁশিয়ারি ফখরুলের
- আপডেট সময় : ০৭:৪১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
গণআন্দোলনের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং সরকারের পতন ঘটানোর হুঁশিয়ারি দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে আইনজীবী ফোরামের বিক্ষোভ সমাবেশে একথা বলেন তিনি। তাকে মুক্তি দেয়া না হলে রোববার থেকে অনশনের ঘোষণা দেন আইনজীবী ফোরাম।
অডিটোরিয়ামে সমাবেশের অনুমতি না পেয়ে মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় জড়ো হন বিএনপিপন্থী আইনজীবীরা। এসময় তারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।
খালেদা জিয়ার মুক্তি না দিলে দেশের সব আদালত বন্ধ করে দেয়ার হুমকি দেন বিএনপপন্থী আইনজীবী নেতারা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়াকে মুক্তি দেয়া না হলে গণ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে।
সরকারের বিরুদ্ধে বিচার বিভাগকে দলীয়করণের অভিযোগ এনে তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে খালেদা জিয়াকে আটকে রেখেছে সরকার।