গতরাতে পতেঙ্গার একটি কনটেইনার ডিপোতে আগুন
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে গত সপ্তাহের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর গতরাতে পতেঙ্গার একটি কনটেইনার ডিপোতে আগুন লাগার ঘটনা ঘটেছে।
রাত পৌনে ৯টার দিকে পতেঙ্গার ভারটেক্স অফ-ডক লজিস্টিকস সার্ভিস লিমিটেড নামের বেসরকারি কনটেইনার ডিপোতে আগুন লাগে। এতে ডিপোর শ্রমিক ও আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২০ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়। ভারটেক্স কনটেইনার ডিপোতে থাকা একটি তুলাভর্তি কনটেইনারের দরজায় আগুন লাগলেও বৃষ্টির কারণে আগুন ছড়াতে পারেনি। ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়।