গত ২৪ ঘণ্টায় করোনায় মোট ৩৯ জন শনাক্ত
- আপডেট সময় : ০৫:৩৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
গত ২৪ ঘণ্টায় করোনায় হবিগঞ্জে ১০, পটুয়াখালীতে ৮ রাজশাহীতে ৫, নেত্রকোনায় ৫, ময়মনসিংহে ৩, মাদারীপুরে ২, ফেনীতে ১, মানিকগঞ্জে ১, চুয়াডাঙ্গায় ১ জামালপুর ১ ও সাভারে ১ জনসহ ১২ জেলায় মোট ৩৯ জন শনাক্ত হয়েছে। শনাক্তের বাড়ি এবং আশপাশের বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।
হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ১০ জনের পরীক্ষায় করোনা ভাইরাস পজিটিভ এসেছে। সোমবার রাতে সিভিল সার্জন এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১-তে। ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোখলেছুর রহমান উজ্জ্বল জানান, নতুন আক্রান্ত ১০ জনের মধ্যে লাখাই উপজেলার ৩ জন, বানিয়াচংয়ের ৩, আজমিরীগঞ্জে ২, বাহুবল ও চুনারুঘাটে ১ জন করে। এদের মধ্যে ৮ জন পুরুষ ও দু’জন নারী। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, আক্রান্ত ১০ জনের মধ্যে একজন চিকিৎসক ও একজন নার্স রয়েছেন। এছাড়া দু’জন কুমিল্লা থেকে আসা ধানকাটা শ্রমিক। বাকিরা ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে এসেছেন। আক্রান্তদের আইসোলেশনে রাখা হয়েছে। এদের পরিবারসহ আশপাশের বাড়িগুলোকে লকডাউন করা হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে আরও পাঁচজনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহী জেলার ৩ জন, চাঁপাইনবাবগঞ্জের একজন এবং অন্যজন জয়পুরহাটের বাসিন্দা। গেলরাতে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. এনামুল হক।
নেত্রকোনায় চার বছরের এক শিশু ও আরেক স্বাস্থ্যকর্মীসহ পাঁচ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন। এ নিয়ে জেলায় মোট ২৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলো।
ময়মনসিংহে নতুন করে আরো ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৩৮ জনের করোনা শনাক্ত হলো। নতুন ৩ জনের মধ্যে গফরগাঁওয়ে দু’জন এবং ত্রিশালে ১ জন।
ফেনীর সোনাগাজীতে নতুন করে আরও একজনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তার বাড়ি সোনাগাজী পৌরসভার উত্তর চরচান্দিয়া এলাকায়। এ নিয়ে জেলায় দু’জন আক্রান্ত হলো। এর আগে ছাগলনাইয়া উপজেলায় একজন শনাক্ত হয়।
মানিকগঞ্জে করোনা সংক্রমণে আরো একজন যুক্ত হয়েছে। করোনায় আক্রান্ত ওই ব্যক্তি পৌরসভার জয়রা এলাকার বাসিন্দা। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭ জনে।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নতুন করে জেলা পরিষদের এক পরিচ্ছন্ন কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।এ নিয়ে জেলায় মোট ২৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলো।
চুয়াডাঙ্গায় এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত শহীদ উদ্দিনের সদর উপজেলার বেগমপুর গ্রামের বাসিন্দা। ১৮ এপ্রিল সে ঢাকা থেকে পালিয়ে এসেছেন। আক্রান্তের এবং আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।
এদিকে, টাঙ্গাইলে নাগরপুরে নতুন করে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে সিভিল সার্জন ডাঃ মোহম্মদ ওয়াহেদুজ্জামান বষয়টি নিশ্চিত করেছে। এ নিয়ে জেলায় মোট ১২জন করোনায় আক্রান্ত হল। সকালে আক্রান্ত ব্যক্তির বাড়িসহ আশপাশের ৩০টি বাড়ি লকডাউন করা করেছে স্থানীয় প্রশাসন।