গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৫ জন
- আপডেট সময় : ০৬:০১:০৬ অপরাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১
- / ১৫১৪ বার পড়া হয়েছে
মহামারি করোনা ভাইরাসে সারাদেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩৫ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৯০৪ জনে। আর একদিনে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৯শ’ ৮জন। যা গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ।
এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৯৫ হাজার ৭১৪ জনে। করোনাভাইরাস নিয়ে বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থার অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ২ হাজার ১৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৩৫ হাজার ৯৪১ জন। স্বাস্থ্যবিদরা মনে করছেন, বাংলাদেশে এখন চলছে করোনার দ্বিতীয় ঢেউ। যেভাবে রোগী বাড়ছে, তাতে পরিস্থিতি গেল বছরের জুন-জুলাইয়ের চেয়ে খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে, করোনায় আক্রান্ত হয়ে শনিবার রাতে মারা গেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক আবদুল হান্নান।