গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৩৭৮
- আপডেট সময় : ০৮:২০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
সারাদেশে করোনা সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৩৭৮ জনের। একই সময়ে ৬ জন মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এ পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৮ হাজার ১২৯ জনের এবং শনাক্ত হয়েছেন ১৬ লাখ ৯ হাজার ৪২ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক ৬৬ শতাংশ। মৃত্যুবরণকারীদের মধ্যে ২ জন পুরুষ এবং ৪ জন নারী। মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৩ জন, চট্টগ্রাম ২ জন এবং রাজশাহীতে ১ জন। স্বাস্থ্য অধিদফতর আরো জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩০ হাজার ৩৬৬টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ৮৭১টি। এখন পর্যন্ত এক কোটি ১৮ লাখ ৮ হাজার ৯২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এদিন সুস্থ হয়েছেন ৩৫১ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৫ লাখ ৫২ হাজার ৩০৬ জন।