গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ৮ হাজার জনের মৃত্যু

- আপডেট সময় : ০১:৫৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
করোনায় বিপর্যস্ত হয়ে পড়েছে সারাবিশ্ব। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ৮ হাজার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৫ হাজার। এছাড়াও বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ২১ লাখ।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে সাড়ে ৬ লাখ। গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে রেকর্ডসংখ্যক আড়াই হাজার মানুষ মারা যায় এ মহামারীতে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫২৯ জন। এর মধ্যে শুধু নিউইয়র্কেই মারা গেছে ১১ হাজার ৫৮৬ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছে ৩০ হাজার ২০৬ জন। এছাড়া ইতালিতে আক্রান্ত ১ লাখ ৬৫ হাজার ১৫৫ জন, মারা গেছে ২১ হাজার ৬৪৫ জন। স্পেনে আক্রান্ত ১ লাখ ৮০ হাজার ৬৫৯ জন, মারা গেছে ১৮ হাজার ৮১২ জন। কানাডাতে আক্রান্ত ২৮ হাজার ৩৭৯ জন, মারা গেছে ১ হাজার ১০ জন। সুইডেনে আক্রান্ত ১১ হাজার ৯২৭ জন, মারা গেছে ১ হাজার ২০৩ জন। ভারতে মোট আক্রান্ত ১২ হাজার ৩৭০ জন, মারা গেছে ৪২২ জন। পাকিস্তানে আক্রান্ত ৬ হাজার ৩৮৩ জন, মারা গেছে ১১১ জন।